প্রখ্যাত ব্যক্তিত্ব
ডঃ যতীন্দ্রমোহন ভট্রার্চায্যঃ সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে যিনি অসাধারণ ভূমিকা রেখে উপমহাদেশে সিলেটের গৌরবকে অধিকতর মর্যাদাশীল করার সার্থক প্রয়াস পেয়েছে, তিরন দৌলতপুর ইউনিয়নাধীন পশ্চিম গাঁও’র কৃতি সন্তান। পিতাঃ যামিনী কান্ত ভট্রার্চায্য, মাতাঃ মোক্ষদা দেবী’র সন্তান যতীন্দ্রমোহন ভট্রার্চায্য ১৯০৫ সালের ৪ আগষ্ট পশ্চিম গাঁও গ্রামে জন্ম গ্রহন করেন।
জ্যোতিরিন্দ্রনাথ চৌধুরীঃ ১৯১৬ খ্রীঃ দৌলতপুর ইউনিয়নাধীন সিংঙ্গেরকাছ মৌজার মাঝগাঁও গ্রামে জন্ম গ্রহন করেন ।তিনি মাঝগাঁও গ্রামের জমিদার পরিবারের সন্তান। পিতাঃ জানকীনাথ চৌধুরী, তিনির ছাত্রজীবন ও কর্মজীবন অতিবাহীত হয়েছে ভারতের মেঘারয় ও অরুনাচরল ।
সংগ্রহঃ মোঃ নিজামুল হক । ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ-তথ্য ও সেবা কেন্দ্র। মোবাইলঃ +৮৮০১৭১১ ১৮২১৫৬
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS